1. shameema1977@yahoo.com : superadmin :
  2. news1@prothombreakingnews.com : News Desk : News Desk
  3. news2@prothombreakingnews.com : News Desk2 : News Desk2
  4. news3@prothombreakingnews.com : News Desk3 : News Desk3
September 28, 2025, 1:04 am
সংবাদ শিরোনাম ::

২০২৪ ভাইরাল হওয়া সেরা ৮ গান

প্রতিবেদকের নাম
  • হালনাগাদের সময়: বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪,
  • 397 সময় দেখুন

অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ২০২৪ সাল ছিল নানা কারণে আলোচিত। সমাজে রাজনৈতিক প্রেক্ষাপট উত্তপ্ত থাকলেও মানুষের মাঝে উত্তেজনা ছড়িয়েছে সিনেমার গানও। বড়দিনের উৎসবের আমেজ বাড়াতে তাই জেনে নিতে পারেন চলতি বছরের ভাইরাল হওয়া সিনেমার গানগুলো।চলতি বছর মুক্তি পাওয়া বেশকিছু আলোচিত গান ছিল সাধারণ মানুষের মুখে মুখে। এসব গান শুধু লোকমুখেই নয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, ইনস্টাগ্রামের ভিডিওতে রীতিমতো ঝড় তোলে।

আসুন এক নজরে দেখে নিই, ২০২৪ কাঁপানো সেরা ৮ গানের নাম-
১। তওবা তওবা: ভিকি কৌশল ও তৃপ্তি দিমড়ি অভিনীত ‘বেড নিউজ’ সিনেমার গান তওবা তওবা। চলতি বছরের শুরুতেই গানের জগতে তা ঝড় তোলে। সংগীতপ্রেমীরাও লুফে নেন এ গানের মিউজিকের প্রতিটি বিট।

২। দুষ্টু কোকিল: শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’ সিনেমার গান দুষ্টু কোকিল। রায়হান রাফির পরিচালিত এ সিনেমায় সংগীত শিল্পী কণার গাওয়া এ গান রীতিমতো পাগল করে দেয় বাঙালি শ্রোতাদের। ইউটিউবে গানটির বর্তমান ভিউ সংখ্যা ২৩৮ মিলিয়ন। তবে অনেক নেটিজেনই এ গানটি শুনে দাবি করেন, ‘ড্রিম গার্ল টু’-র ‘দিলকা টেলিফোন’ গানের সঙ্গে মিল রয়েছে দুষ্টু কোকিল গানটির।

৩। আচো আচো: ২০২৪ সালে রাতারাতি ভাইরাল হওয়া গান ছিল তামান্না ভাটিয়া অভিনীত ‘আরানমানাই ফোর’ সিনেমার আচো আচো গানটি। মুক্তির এক মাসের মধ্যেই ২৭২ মিলিয়ন ভিউ পার করে গানটি।

৪। ইমি ইমি: শ্রেয়া ঘোষাল আর টাইকের গাওয়া ইমি ইমি গানটিও চলতি বছর কাপিঁয়েছে নেটপাড়া। মিউজিক ভিডিওতে গানের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজের নাচও ছিল জনপ্রিয়তার শীর্ষে। এ বছরের ভাইরাল নাচগুলোর মধ্যে অন্যতম ছিল ইমি ইমি নাচ। গানটির জনপ্রিয়তায় বর্তমানে ইউটিউবে ২১৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।

৫। আশা কোডা: ভিনদেশি এ গানের অর্থ না বুঝলেও জাদুকরী সংগীতের সুরে বিশ্ববাসীকে মাতিয়েছে সাই অভিয়ানঙ্কর ও সাই স্মৃতির গাওয়া আশা কোডা গান। জাদুকরী সুরের গানটি আরও ভাইরাল করে তোলে টিকটকার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। ইউটিউবে গানটির বর্তমান ভিউ সংখ্যা ১৭৮ মিলিয়ন।

৬। চুট্টামালে: শিল্পা রাও ও রাম জোগায়ের গান চুট্টামালে ঝড় তোলে বছরের শেষের দিকে। দেবারা সেকেন্ড সিঙ্গেল সিনেমার এ গানে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের রসায়ন মুগ্ধ করে দর্শকদের। গানটি নেট দুনিয়ায় প্রকাশের পর এতটাই জনপ্রিয় হয় যে, এক মাসের মাথায় ৫০ মিলিয়ন ভিউ পার করে। বর্তমানে ২৬৭ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে গানটির।

৭। আজ কি রাত: স্ত্রী টু সিনেমার আইটেম সং আজ কি রাত। সিনেমার এ গানে কন্ঠ দিয়েছেন মধুবানতি বাগচী, ডিব্যা কুমার, শচীন জিগার। সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে এ গান। শুধু গানের সুর নয়, অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাচের মুদ্রাও চলতি বছর কাঁপিয়েছে বিনোদন পাড়া। ইউটিউবে ৬৮৭ মিলিয়ন ভিউ সংখ্যা ছাড়িয়েছে গানটি।

৮। মেরে মেহবুব: বছরের একবারে শেষ দিকে বাজিমাত করে রাজকুমার রাও ও তৃপ্তি দিমড়ি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওয়াও ওয়ালা ভিডিও’ সিনেমার গান মেরে মেহবুব। গানটি নেটদুনিয়ায় মুক্তির পরই ঝড় তোলে দর্শকমহলে। সেই সঙ্গে রাজকুমার ও তৃপ্তির নাচে পাগল হয়েছে সিনেমা ও সংগীতপ্রেমীরা। বর্তমানে এ গানের দর্শক ভিউর সংখ্যা ১২৮ মিলিয়ন ছাড়িয়েছে। বিভিন্ন সামাজিক, পারিবারিক অনুষ্ঠান ও উৎসব মুখর পরিবেশে সেরা এ ৮ গানেরই বেশি রাজত্ব চোখে পড়ার মত ছিল চলতি বছর। সেরা এ ৮ গানের সুরেই মন্ত্রমুগ্ধ ছিলেন দর্শক ও সিনেপ্রেমীরা।

পোস্টটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সম্পাদক: মো. শাহ্ মহিউদ্দীন | নির্বাহী সম্পাদক - উম্মে কুলসুম
© সকল অধিকার সংরক্ষিত © ২০২৪ প্রথম ব্রেকিং নিউজ
Developed By W3Space Technologies